MORE VIDEO-
বাস্তব জীবনে আমরা প্রত্যেকে সুখি হতে চাই।তাই আমাদের জীবনে চাওয়া-পাওয়ার যেন শেষ নেই।
এই চাওয়া পাওয়ার সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে
দুঃখিত হয়ে পরি।এই সমাস্যার সমাধানে উদেশ্যে বিশ্ব বিখ্যাত কিছু জ্ঞানী মহাপুরুষদের
বাণীর মধ্য থেকে বাছাই করে সহজ সরল ভাষায় ২০টি সহজ উপায় তুলে ধরবো, যে গুলি অনুসরণ
করলে আমরা সুখি হয়ে উঠতে পারবো।
এই পর্বে ২০টি বাণী অতি- সংক্ষিপ্ত ভাবে
তুলে ধরবো-
১)দিনের শুরুটা সূর্যদয় অর্থাৎ সূর্য ওঠার আগে জেগে উঠতে হবে।
২)দিনটা শুরু করতে হবে ঈশ্বর সাধনা ও শরীর চর্চার
মধ্য দিয়ে ফলে মনের সুখের জন্ম নেবে।
৩)সবকিছুর
জন্যই কৃতজ্ঞ
হোন। কোনো
কাজের জন্য
অন্যদের কৃতজ্ঞতা
জানান।
৪)একটি
নির্দিষ্ঠ কাজ করুন, যে কাজটি করতে আপনি সবচেয়ে বেশি ভালো পারেন বা যে কাজ আপনার
মনকে ক্লান্ত করবে না সেটাই করুন।
৫)
সঠিক পথে অর্থ উপার্জন করুন ও অর্থকে সঠিক ব্যবহার করুন ফলে দুঃখ আপনাকে দূর্বল
করবে না।
৬)
অতীত
কিংবা ভবিষ্যতের কথা ভেবে দুঃখিত না হয়ে বর্তমান সময়টিই গুরুত্ব দিন।
৭)সর্বদা
সময়কে গুরত্ব দিয়ে চলুন ও সময়ের সাথে নিজেকে উন্নতি করুন।
৮)সুখের
পরম বন্ধু হল নির্দিষ্ট পরিমান খাদ্য গ্রহন ও বিশ্রাম।
৯)রাগ, অভিমান, দুঃখ, ঘৃণা- সব ভুলে যান। কেউ কষ্টের কারণ হলে তাকে ক্ষমা করে দিন।
১০)অপরকে প্রশাংসা করুন বিনিময়ে আপনিও প্রশাংসা পাওয়ার ক্ষমতা অর্জন
করবেন।
১১)কখনও মন খারাপ হলে পূর্বের আনন্দ দিনটি শ্মরণ করুন দুঃখ মুছে
যাবে।
১২)নিজের ভাগ্যকে দুঃখের কারণ না করে কর্মমুখী হয়ে সুখ অনুভব করতে
হবে।
১৩)সর্বদা নিজ স্বার্থমূখী না হয়ে দয়ালু হয়ে অসহায় মানুষের পাশে
দাঁড়াতে হবে।
১৪)নিজের দুঃখকে প্রকাশ না করে হাসি মুখে থাকার চেষ্টা করতে হবে।
১৫)পরিবার-আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহিদ সু-সম্পর্কের বন্ধন গঠন
করতে হবে।
১৬)কনো বিষয়ে অভিযোগ বা সমস্যা তৈরি না করে সমাধান করার চেষ্টা করতে
হবে।
১৭)প্রত্যেকে নিজেই নিজের সুখের বিষয়টি নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হতে হবে।
১৮)জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারন করে সেই পথে চালিত হতে হবে।
১৯)শিক্ষা ছাড়া আয় হয় না তাই সর্বদা শিক্ষতে হবে।
২০)অসহায় বা গরীবের সহযোগীতা গোপনে করতে হবে।
উপরের আলোচনা করা জ্ঞানী মহাপুষদের বাণী গুলি আপনার বাস্তব জীবনকে
কতটা সুখ শান্তিতে ভরে তুলতে পারবে তা আমাদের জানাতে ভুলবেন না ।আমরা সর্বদা আমাদের BLOG এ শিক্ষামূলক বিষয় নিয়ে
হাজির হবো ।সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন এবং বন্ধুদের শেয়ার করবেন কারণ আপনার
একটি শেয়ার কোনো মানুষের জীবনের পরিবর্তন ঘটতে পারে । ভালো থাকবেন ধন্যবাদ।।
OUR FACEBOOK GROUP JOIN NOW
FLOW ON TWITTER
DONET NOW
No comments:
Post a Comment